DMCA.com Protection Status
title=""

অসামাজিক কাজে লিপ্ত থাকায় চট্টগ্রামের ফয়’স লেকে ৫২ তরুণ-তরুণী আটক

foyslakeঅসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক রিসোর্ট এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউস থেকে ৫২ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩২ জন তরুণ ও ২০ জন তরুণী রয়েছে।

 

বুধবার ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে খুলশী থানা পুলিশ। খুলশী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, “ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও রেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার খবর পেয়ে ভোরে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় হোটেল ও গেস্ট হাউস থেকে যাচাই বাছাই শেষে ৫২ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। তাদের হোটেলের ভেতর অন্তরঙ্গ ও আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে ৩২ জন যুবক ও ২০ জন নারী রয়েছে। তাদের সংশ্লিস্ট ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

Share this post

scroll to top
error: Content is protected !!