বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে দিকে নেতাকর্মীদের নিয়ে মরহুম প্রেসিডেন্টের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মাজার জিয়ারত করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, এজেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার মাহবুবু উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, সাবেক ছাত্র নেতা আজিজুল হক হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ প্রমুখ।
এসময় ওলামা দল আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন সাবেক এ প্রধানমন্ত্রী।
পরে মাজার প্রাঙ্গনে ডক্টর এসোসিয়েসন অব বাংলাদেশ (ড্যাব) এবং জাসাস এর রক্তদান কর্মসূচি উদ্ধোধন করেন বেগম খালেদা জিয়া। এর পর দুপুরের দিকে রাজধানীর ২৫টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন বেগম খালেদা জিয়া।