বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশানে দুস্থদের মাঝে খাবার বিতরণের জন্য বানানো মঞ্চ ভেঙে দিল পুলিশ।
১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠন গুলশান ডিসিসি মার্কেটের সামনে এই মঞ্চটি তৈরি করে। পুলিশ বলছে এই মঞ্চের জন্য কোনো অনুমতি না থাকায় মঞ্চটি ভেঙে দেয়া হয়েছে।
সকাল ১১টায় এই মঞ্চ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণের কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম শাহদাত বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মত খাবার বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর মহখালি কমিউনিটি সেন্টার, শাহীনবাগ, জাতীয় প্রেসক্লাব সিআর দত্ত রোড খালেক এন্টার প্রাইজ,শাহা আলী মাজার, মিরপুর ১১, পল্লবী, মিরপুর কালশী, উত্তরা আমির কমপ্লেক্স, বাড্ডা, রামপুরা, এফডিসি, এ সমস্ত এলাকায় বিএনপি চেয়ারপারসনের খাবার বিতরণের কথা রয়েছে।
গুলশান ২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে সকাল ১১টায় তিনি খাবার বিতরণ শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।