DMCA.com Protection Status
title=""

হুমকি(???) প্রদানের অভিযোগে আজমীর বিরুদ্ধে অঞ্জন রায়ের জিডি

azmiদৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  জামায়াতে ইসলামীর প্রয়াত আমির গোলাম আযমের ছোট ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জিটিভিতে কর্মরত টকশো উপস্থাপক ও সাংবাদিক অঞ্জন রায়।

সোমবার রাত ৯টার দিকে তিনি জিডিটি করেন বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

অঞ্জন রায় দাবি করেছেন, আজমি তার এক ফেসবুক স্ট্যাটাসে তাকে হুমকি দিয়েছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে জনাব আজমির স্ট্যাটাসে তেমন কোনো হুমকির লক্ষন পাওয়া না গেলেও তার বিরুদ্ধে জিডি করলেন অন্জন রায়।। তবে অনেকে এই জিডির আসল কারন মনে করছেন অন্যত্র।

 

কয়েকদিন আগে আব্দুল্লাহিল আমান আযমী তার ফেসবুকে প্রথম একটি সচিব তালিকা প্রকাশ করেন। ঐ তালিকায় দেখা যায় বর্তমানে ২২ জন অতিরিক্ত সচিবের ১৪ জন হিন্দু, ৮জন মুসলমান । এটি নিয়ে সামাজিক মাধ্যমে তোলাপাড় বয়ে যাচ্ছে। অনেকে এই তালিকায় দেখে হতবাক হয়েছেন।

 

জনপ্রশাসন মন্ত্রনালয় প্রকাশিত সেই তালিকায় দেখা যায়,

ক্রমিক নং নাম ও পরিচিতি নম্বর পদবী ও বর্তমান কর্মস্থল

১ জনাব মো আনোয়ারুল ইসলাম সিকদার , এনডিসি (২১১৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জনপ্রশাসন মন্ত্রনালয়

২ তপন কুমার কর্মকার (৩৪৩৯) অতিরিক্ত সচিব , অর্থ বিভাগ , অর্থ মন্ত্রনালয়

৩ ড. রাখাল চন্দ্র বর্মন (৩৯৩২) অতিরিক্ত সচিব , স্বরাষ্ট্র মন্ত্রনালয়

৪ জনাব এ এস এম মাহবুবুল আলম (৩৫৫৩) অতিরিক্ত সচিব , তথ্য মন্ত্রনালয়

৫ জনাব মোখলেসুর রহমান (৩৫৯২) অতিরিক্ত সচিব ,নির্বাচন কমিশন সচিবালয়

৬ জনাব আব্দুর হকিম (৩৭১৬) অতিরিক্ত সচিব ) জনপ্রশাসন মন্ত্রনালয় সংযুক্ত

৭ জনাব ফয়েজ আহমেদ ভঁুইয়া ((৭১৮২) ওয়াকফ প্রশাসক, (অতিরিক্ত সচিব) ওয়াকফ প্রশাসকের কার্যালয় , ঢাকা

৮ জনাব মানবেন্দ্র ভৌমিক (৩৫৮৬) অতিরিক্ত সচিব , খাদ্য মন্ত্রনালয়

৯ জনাব পুনাব্রত চেৌধুরী (৩৬১৬) অতিরিক্ত সচিব , ভুমি মন্ত্রনালয় সংযুক্ত

১০ জনাব নিখিল চন্দ্র দাস (২১৩৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা , অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয় সংযুক্ত

১১ জনাব জ্যোতির্ময় দত্ত (৪৫০৪) অতিরিক্ত সচিব , স্বরাষ্ট্র মন্ত্রনালয় , সংযুক্ত

১২ জনাব বেগম ইতি রানী পোদ্দার (৪৬৫৫) অতিরিক্ত সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সংযুক্ত

১৩ জনাব অমিত কুমার বাউল ((৪৬৯৩) অতিরিক্ত সচিব, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় সংযুক্ত

১৪ জনাব এ এফ আমিন চেৌধুরী (৪৭৩৫) অতিরিক্ত সচিব , অর্থ বিভাগ , অর্থ মন্ত্রনালয় সংযুক্ত

১৫ জনাব অশোক কুমার বিশ্বাস ((৪৭৪৪) অতিরিক্ত সচিব , শিক্ষা মন্ত্রনালয় সংযুক্ত

১৬ জনাব সত্র ব্রত সাহা (৪৭৪৭) অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সংযুক্ত

১৭ জনাব সুশান্ত কুমার সাহা (৪৭৯০) অতিরিক্ত সচিব , তথ্য ও যোগায়োগ বিভাগে সংযুক্ত

১৮ জনাব কফিল উদ্দিন (৪৯০৩) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা , অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়

১৯ বেগম তন্দ্রা শিকদার (৪৯৭২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা , অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়

২০ বেগম কে এফ এম পারভিন আকতার (৫০২৭) অতিরিক্ত সচিব , মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়

২১ জনাব সুধাকর দত্ত (৭২৯৪) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা , অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়

২২ জনাব জ্ঞান রঞ্জন শীল (৭২৮৯) পরিচালক (অতি: সচিব) বাংলাদেশ অভ্যন্তরীণ নেৌ-পরিবহন কর্পরেশন ,ঢাকা

 

জনাব আজমির ফেসবুক স্ট্যাটাস এবং অন্জন রায়ের ডিডির কপি এখানে দেয়া হলোঃ

 
 

Share this post

scroll to top
error: Content is protected !!