সাম্প্রতিক বিতর্কের কথা মাথায় রেখে দেশজুড়ে গোমাংস নিষিদ্ধ করার সম্ভাবনা উড়িয়ে দিল বিজেপি।
জনসাধারণের আবেগ-অনুভূতি বিচার করেই এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভিন্ন রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলে জানালেন দলের সভাপতি অমিত শাহ।
এযাবত দেশের মধ্যে হরিয়ানা, মহারাষ্ট্রেই গোমাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দুই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার।
তবে অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন, তাঁর দল যেসব রাজ্যে ক্ষমতায়, সেগুলির সবকটিতেই গোমাংস নিষিদ্ধ করার জন্য চাপাচাপি করবে না। এক্ষত্রে স্থানীয় মানুষের ভাবনাচিন্তা মাথায় রেখে সংশ্লিষ্ট রাজ্য সরকারই প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
তিনি বলেন, যেখানেই বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে আমরা গোমাংস নিষিদ্ধ করার আগে সেখানকার মানুষ কী চান, সেটা খতিয়ে দেখব।থ আমরা দেশের সর্বত্র গোমাংস নিষিদ্ধ করব, এমন কথা বলিনি।
গোমাংস খাওয়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির বিতর্কিত মন্তব্যকেও তাঁর ব্যক্তিগত মত বলে লঘু করে দেন বিজেপি সভাপতি। নকভি কয়েকদিন আগে বলেছেন, যারা গোমাংস না খেয়ে থাকতে পারছে না, তারা বরং পাকিস্তানে চলে যাক!
এ ব্যাপারে অমিত শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি দলের সভাপতি। এ নিয়ে ব্যক্তিগত মতামত দিতে পারি না আমি।