ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আসন্ন ঢাকা সফর কালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাত হতে যাচ্ছে আগামী ৭ই জুন।
এই বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ জুন দুপুরের পর ৪৫ মিনিট ‘সময়’ রেখেছেন বলে জানা গেছে।
দিল্লির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার ৩ জুন রাতে দিল্লিতে মোদীর বৈঠকের শিডিউল ঠিক করা হয়। সেখানে খালেদা জিয়ার জন্য ৪৫ মিনিট বরাদ্দ রেখেছেন মোদী।
অথচ বাংলাদেশের কয়েকটি সরকার সমর্থক সংবাদ মাধ্যম 'বেগম জিয়ার সঙ্গে মোদীর বৈঠক হচ্ছে না' ,এ মর্মে খবর প্রকাশ করায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এধরনের অসত্য সংবাদ পরিবেশন করায় আমরা তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।