ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বর্তমান ক্ষমতাশীন অবৈধ আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আশাবাদ ব্যক্ত করেছে।
আর এমনটাই প্রতিফলিত হয়েছে অর্থমন্ত্র আবুল মাল আব্দুল মহিতে বাজেট বক্তব্যে। ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা’ শীর্ষক বাজেট বক্তৃতা ২০১৫-১৬ বইয়ের ৪নং ও ৫নং পৃষ্ঠায় এই আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
তার বক্তব্য হুবহু সংবাদ২৪.নেট-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘আমরা আমাদের স্বপ্নের দিগন্ত আরো প্রসারিত করেছি। ছয় শতাংশের বৃত্ত ভেঙ্গে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহণ এবং মাথাপিছু আয়ের ধারাবাহিক উত্তরণ ঘটিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে সামিল হওয়া আমাদের চূড়ান্ত লক্ষ্য। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।
আমি আশা করবো, জনগণের জীবনমানের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল স্বত:স্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, বিরত থাকবে সহিংসতা ও নাশকতার মত সকল জনবিরোধী কর্মকাণ্ড থেকে। দায়িত্বপূর্ণ আচার-আচরণ এবং পরষ্পরের প্রতি সহনশীলতার মাধ্যমে প্রসার ঘটাবে গণতান্ত্রিক সংস্কৃতির, নিশ্চিত করবে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ-যাদের শ্রমে ঘামে ক্রমশ মজবুত হয়ে উঠছে আমাদের অর্থনীতি।’