২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।
তবে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “অনির্বাচিত সংসদে অনির্বাচিত সরকারের বাজেটের গ্রহণযোগ্যতা নেই।”
বৃহস্পতিবার বিকালে বনানীতে একটি হোটেলে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বাজেটের আকার নিয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “এটা বড় বাজেট নয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আরো বড় বাজেট হওয়া প্রয়োজন ছিল।”
তিনি বলেন, "বিএনপি ৭ শতাংশ প্রবৃদ্ধি রেখে গিয়েছিল। কিন্তু সরকার তা বাড়াতে পারেনি। এটা সরকারের ব্যর্থতা। দুর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের সর্বক্ষেত্রে দলীয়করণের কারণেই এটা হয়েছে। ব্যক্তিগত বিনিয়োগ কমে গেছে।"