DMCA.com Protection Status
title="৭

বাংলাদেশ সফর নিয়ে ভারতে তীব্র সমালোচনার মূখে মোদি।

modi3ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরেই তোপের মুখে পড়েছেন। মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরে ভারতের উত্তর-পূর্ব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ দানা বেঁধেছে।

 

  ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে তীব্র সমালোচনা করে জানিয়েছেন, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের (আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর) রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপেক্ষা করা মূলত যুক্তরাষ্ট্রীয় (ফেডারেল) নীতির পরিপন্থী। মোদির এই উপেক্ষার মনোভাবে মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর কোনো ভূমিকাই নেই। 

 

তবে জানা যায়, এর আগে বেশ কয়েকটি সফরে ওই অঞ্চলের কংগ্রেস কিংবা বামপন্থী মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা মোদির সঙ্গী হননি।

 

যে কারণেই বাংলাদেশ সফরে গগৈকে নেওয়া হয়নি। তবে গগৈর এই মন্তব্য ভারতের জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ঘটনায় উত্তর-পূর্ব রাজ্যগুলোকে ব্রাত্য রাখার বিতর্ক উসকে দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক বাংলাদেশ সফরে মোদি-মমতার ঘনিষ্ঠতার বিষয়টিকেও খুঁচিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Share this post

scroll to top
error: Content is protected !!