ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের বেসরকারি দুটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দেশের বিদ্যুৎ খাতে ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগের প্রতি ইঙ্গিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ধিরে ধিরে আমরা এখন সকলেই একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি’।
রাজধানীর বিদ্যুৎ ভবনে শনিবার সকালে ভারতীয় আদানি পাওয়ার ও রিলায়েন্স পাওয়ার লিমিটেডের সঙ্গে এই সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
সমঝোতা চুক্তি অনুযায়ী মোট ৪৬০০ মেগাওয়াটের মধ্যে আদানি গ্রুপ ১৬০০ মেগাওয়াট ও রিলায়েন্স গ্রুপ ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্র স্থাপন করবে। চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ মহেশখালী বা বাংলাদেশের যে কোনো জায়গায় এবং রিলায়েন্স গ্রুপ সুবিধামতো জায়গায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।
নসরুল হামিদ বলেন, উন্নয়নের প্রধান সোপান বিদ্যুৎ ঘাটতি রোধে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। উন্নত বিশ্বের একটি হতে শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা মালয়েশিয়ার সঙ্গে চুক্তি সই করেছি। এর আগে চীনের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছি যেটা চীনের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার তথা যৌথ প্রকল্প হবে।’
এ বিষয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সিঙ্গাপুরের সরকারের সঙ্গেও আমাদের একটি চুক্তি সই হয়েছে।ভারত সহ সারা বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে এসেছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। গত ৪০ বছরে যে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে একটি সীমানা রেখা ছিল, আমি মনে করি সেটাও ধীরে ধীরে আজকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হতে যাচ্ছে। আমরা এখন সকলেই একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি।’