DMCA.com Protection Status
title=""

অভিনয় থেকে প্রযোজনায় আসছেন সানী লিয়ন।

sunny2কোনও অনুষ্ঠান হোক বা সিনেমা— তিনি মুখ দেখালেই টিআরপি-র পারদ বেড়ে যায় নিজস্ব নিয়মে। নীল ছবি থেকে বলিউডে পা দিয়েই যাবতীয় স্পটলাইট কেড়ে নিয়েছেন সানি লিওন।

অভিনয় দক্ষতা নাকি শরীরী জাদু কোনটা তাঁর ইউএসপি সে বিচার করবেন দর্শকরা। তবে আপাতত ‘রোল চেঞ্জ’ করতে চান তিনি।

অর্থাত্ অভিনেত্রী থেকে প্রযোজকের খাতায় নাম লেখাতে চান সানি। স্বামীর সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

“আমার আর ড্যানিয়েলের কাছে ছবি প্রযোজনা খুব স্বাভাবিক বিষয়। তবে এই কাজ শুরু করার আগে অনেক কিছু শিখতে হবে আমাদের” জানিয়েছেন সানি।

লস এঞ্জেলসে একটি প্রযোজনা সংস্থার মালিক এই দম্পতি বলিউডি ছবি তৈরির জন্য একটি নতুন কোম্পানি খুলেছেন।

এখন নিজেদের কোম্পানির জন্য ভাল টিম তৈরিতে ব্যস্ত তাঁরা। “আমি বিশ্বাস করি একটা ভাল ছবি করতে হলে তার পিছনে একটা ভাল দল থাকা দরকার। তাই বিশ্বাসযোগ্য কিছু লোক খুঁজছি আমরা” জানিয়েছেন নায়িকা।

Share this post

error: Content is protected !!