DMCA.com Protection Status
title="৭

দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে ইফতার করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

kziftarক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রতিবছরের মতো এবারও পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে চতুর্থ রমজানে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সন্মানে সোমবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সিটি-‘নবরাত্রি’তে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক, শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক এমএ মাজেদ, অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ রউফসহ শিক্ষাবিদ-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-চিকিৎসক-আইনজীবী-প্রকৌশলীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এই ইফতারে অংশ নেন।

শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে ছিলেন মাহবুবুর রহমান, লতিফুর রহমান, মোস্তফা গোলাম কুদ্দুস, আবুল কালাম, কাজী মনিরুজ্জামান, এসএম মান্নান কচি, এসএম ফজলুল হক প্রমূখ। গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে সাদেক খান, রিয়াজ উদ্দিন আহমেদ, আলমগীর মহিউদ্দিন, এএমএম বাহাউদ্দিন, মোজাম্মেল হোসেন, তৌফিক ইমরোজ খালিদী, সাইফুল আলম, জাকারিয়া কাজল, মোস্তফা কামাল মজুমদার, আউয়াল ঠাকুর, খায়রুল আনোয়ার মুকুল, সাইফুল হুদা, জ ই মামুন, মুন্নী সাহা, জহিরুল আলম প্রমূখ।

 

এছাড়া অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক সাহিদা রফিক, অধ্যাপক সুকোমল বড়ুয়া, ইব্রাহিম খলিল, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল শাহ ইকবাল মুজতবা, সাবেক পুলিশ মহাপরিদর্শক আজিজুল হক, ওয়াইবিআই সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান, মোদ্দাবির হোসেন চৌধুরী, শরফুল আলম, কবি মাহমুদ শফিক, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার প্রমূখ ইফতারে ছিলেন।

 

পেশাজীবীদের নেতাদের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আনহ আখতার হোসেন, মিয়া মুহাম্মদ কাইয়ুম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শওকত মাহমুদ,এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাখাওয়াত হোসেন বাদশা, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের জাকির হোসেন প্রমূখ ছিলেন।

 

অনুষ্ঠানস্থলে এসে খালেদা জিয়া বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে পেশাজীবী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। ইফতার শুরুর আগে দোয়া মাহফিল দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন।

 

এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ইফতার করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, আবদুল মান্নান, সাবিহ উদ্দিন আহমেদ, জয়নুল আবেদীন, আহমেদ আজম খান, আবদুল হালিম, সুজা উদ্দিন, জহুরুল ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান অনুষ্ঠানে ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!