ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে আইসিসির কিছু আচরণের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে প্রতিবাদমুখর হয়েছিলেন আইসিসিরই তৎকালীন সভাপতি এবং আওয়ামী সরকারের পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল।
বিভিন্ন সময় আইসিসির বিতর্কিত চেয়ারম্যান শ্রীনিবাসনের বিপক্ষে নানা রকম বিষেদাগার করেছেন তিনি। আবারো কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীনিবাসনের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি।
আনন্দবাজার পত্রিকাকে কামাল বলেছেন, ‘ওর(শ্রী-নিবাসন) জায়গায় আমি থাকলে হয়তো এত দিনে আত্মহত্যা করতাম! বিশ্বকাপ ট্রফি দিতে গেলো, লোকে এমন বিদ্রুপ করলো যে ট্রফি ফেলে পালিয়ে গেলো। তার পরেও ও এখনও আছে। গায়ের জোরে আইসিসি মিটিংয়ে চলে যাচ্ছে। যাবেও।’
কামাল আরো বলেন, ‘ন্যায়-অন্যায় বোধ তো ওঁর নেই। থাকলে কোয়ার্টার ফাইনালের পর আমাকে বলত না, বক্তব্য তুলে নিতে। ক্ষমা চাইতে। যেখানে ওর চেয়ারম্যানশিপ আমিই এনডোর্স করেছিলাম। তবে যা-ই করুক, ওর বিচার হবেই। ’