ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবিশ্বাস্য হলেও সত্য যে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এলো ভারতীয় ভোটার তালিকায়???
ভারতের কর্নাটক রাজ্যের টেকসিটি ব্যাঙ্গলুরুর একজন অধিবাসী হিসাবে ভোটার তালিকায় শেখ হাসিনার ছবিসহ নাম পাওয়া গেছে । এমনকি তিনি বেঙ্গালুরের জুলাইয়ে অনুষ্ঠিতব্য আসন্ন আঞ্চলিক নির্বাচনে ভোটও দিবেন, এমনটিই জানাচ্ছে ভারতের প্রভাবশালী মিডিয়া ইন্ডিয়া টুডে ।
ভারতীয় সংবাদমাধ্যমে এ সংবাদ নিয়ে তোলপাড় শুরু হলেও এখনও পর্যন্ত শেখ হাসিনা কিংবা বাংলাদেশ সরকারের কোন ভাষ্য পাওয়া যায়নি।
পত্রিকাটি লিখেছে, ভারতের কর্নাটকে হাসিনা নামের একজন ভোটার পাওয়া গেছে যার স্বামী ওয়াজেদ মিয়া । আইডি কার্ডে ছবিটি বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনারই ।তবে তার জন্ম তারিখটি ভূল।
বিষয়টি কিভাবে এমন হলো ? এনিয়ে প্রশ্ন করা হলে কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী কে জে জর্জ বলেন, এ ধরনের ভূল কম্পিউটারে হতেই পারে ,বিষয়টি গভীর ভাবে তদন্ত করা হচ্ছে ।
বিষয়টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর উপযুক্ত ব্যাখ্যা দেবেন বলে আশা করছে সর্বসাধারন।