ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার সেন্টজেপারসন হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক।
স্থানীয় সময় রবিবার সকালে বুকে ব্যথা অনুভূত হলে তাকে ফিলাডেলফিয়ায় তার ছেলের বাসা থেকে হাসপাতালে জরুরিভাবে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তার স্বাস্থ্যের ব্যপক পরীক্ষা-নিরীক্ষা করছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকরা ড. এম ওসমান ফারুকের স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করছেন, তবে তাকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, ড. ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তার বাসায় বসবাস করছিলেন।