DMCA.com Protection Status
title="শোকাহত

চলে গেলেন পাপ্পু

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোরে সেহরি খাওয়ার পর লালবাগের নিজ বাসভবনে পাপ্পু মারা যান। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছিল তার। সেদিনই বাদ জোহর লালবাগের কাজী দেওয়ান তালগাছওয়ালা মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

প্রায় চার মাস আগে হৃদপিণ্ডের সমস্যার কারণে বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন পাপ্পু। এর আগেও শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত শো করতে পারতেন না।

তিনি স্ত্রী এবং এক পুত্র রেখে গেছেন। নয় বছর আগে তার বড় ছেলে মারা যান। বিটিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র বদৌলতে ছোট পর্দার চেনা মুখ হয়ে ওঠেন পাপ্পু।

তার একটি বিজ্ঞাপনে ‘ছিল্যা কাইট্টা লবণ লাগায়া দিমু’ সংলাপটি বলে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

নাটক ছাড়াও ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পাপ্পু। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সিরাজ হায়দারের ‘সুখ’। এছাড়াও ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরাও মাস্তান’, ‘ফায়ার’, ‘ভন্ড বাবা’, ‘কালো চশমা’, ‘আজ গায়ে হলুদ’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সবশেষ সিনেমা ‘ময়নামতির সংসার’।

Share this post

scroll to top
error: Content is protected !!