ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইতিহাসের বৃহত্তম কোকেন পাচারের ঘটনায় অবশেষে মণ্ডল গ্রুপের দুই কর্ণধার আতিক ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে।শুল্ক গোয়েন্দাদের দাবি, গ্রেপ্তারকৃতরা কোকেন পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কিন্তু কোকেনের এই বিশাল চালান ধরা পড়ার পর তা ধামাচাপা দেয়ার প্রবল চেষ্টা চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।এমনকি এই কোকেনের বাজারমূল্য সম্পর্কেও কোন তথ্য সরকারের পক্ষ থেকে গন মাধ্যমকে দেয়া হয়নি।
সান ফ্লাওয়ার ভোজ্যতেল ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা ১০৭ ড্রাম কোকেন আটকের ঘটনায় এদেরকে রাজধানী থেকে গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।
সোমবার তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ও শুল্ক গোয়েন্দা গত ৬ জুন চট্টগ্রাম বন্দরে সন্দেহজনকভাবে কনটেইনারগুলো আটক করে।
পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই দিন রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।