DMCA.com Protection Status
title=""

৫ জানুয়ারির একতরফা নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অপরিবর্তিত’: বার্নিকাট

US-ambasador ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশে ৫ই জানুয়ারি'২০১৪ এর একতরফা নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো ‘অপরিবর্তিত’ রয়েছে বলে আবারো জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বার্নিকাট জোর দিয়ে বলেন, ‘আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কট সমাধানের পাশাপাশি সব দলের রাজনীতি এবং গণতন্ত্র চর্চার সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।’

এছাড়া নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকার অনুবিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

Share this post

error: Content is protected !!