DMCA.com Protection Status
title="৭

মাগুরা উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষেঃ নিহত ১, আহত ৩০

MAGURAমাগুরা সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের মধ্যে  প্রচন্ড সহিংসতায় নান্নু(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভাঙচুর করা হয়েছে ২৫টি বাড়ি-ঘর। বৃহস্পতিবার সকালে শত্রুজিৎপুর ইউপির রুপদিয়া-সুন্দরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ জুলাই মাগুরা সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে শত্রুজিৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর মোল্লা ও সাধারণ সম্পাদক ইকলাসের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সকালে সংঘর্ষ বাধে। এতে নান্নু ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৩০ জন।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!