দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ রেলমন্ত্রী মুজিবুল হকের অবস্থা আজ আরো অবনতি হলে তাকে সিঙ্গাপুরের হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলমন্ত্রী মজিবুল হকের লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে। গত ১৭ জুলাই শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য রেলমন্ত্রীকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি ভর্তি ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে আলসারে ভুগছিলেন।
মন্ত্রীর সাথে সিঙ্গাপুর আছেন তাঁর স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব।
রেলমন্ত্রী মজিবুল হকের নব বিবাহিতা স্ত্রী হনুফা আক্তার রিক্তা দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য ৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। গত বছর তিনি কুমিল্লার চান্দিনায় অসম বয়সের তরুনী রিক্তাকে অত্যন্ত ধুমধামের সাথে বিয়ে করে ব্যপক আলোচনায় আসেন এবং টক অফ দি কান্ট্রিতে পরিনত হয়ে ছিলেন।