দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ছাত্রলীগের বিদায়ী ও বহুল আলোচিত সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ‘ছাত্রলীগ পলিটিক্যালি এতিমদের সংগঠন। কেউ ছাত্রলীগের খোঁজ-খবর রাখে না।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নেত্রী আপনি ছাড়া ছাত্রলীগের কেউ খোঁজ রাখেন না। ছাত্রলীগকে নিয়ে সমালোচনা করার অধিকার সবার আছে, কিন্তু শাসন করার অধিকার আপনার। ছাত্রলীগ আপনার বারান্দাতেই থাকতে চায়।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার দুপুরে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় মঞ্চে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের প্রবল সমালোচনা করে নাজমুল বলেন, ‘ছাত্রলীগ কখনও কখনও কলম সন্ত্রাসের শিকার হয়েছে।’
চার বছরে দায়িত্ব পালনে সংগঠনের সকল ব্যর্থতা থাকলে তার দায় নিজেদের কাঁধে নিয়ে তিনি বলেন, ‘আমরা শতভাগ সফল হতে পারি নাই। যত ব্যর্থতা আছে তার দায় আমরা দুই ভাই নিলাম। আর সফলতার কৃতিত্ব সারা বাংলাদেশের নেতাকর্মীদের দিলাম।’