দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ বরগুনা সদর উপজেলায় দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর নিজেও একইভাবে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন জানান, শনিবার রাতে উপজেলার লেমুয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা সৌদি প্রবাসী রোমান পঞ্চায়েতের স্ত্রী ও সন্তান। ঘটনার পর তিনজনকে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে দুই মেয়ে মৌমি (৫) ও তায়িবার (৩) মৃত্যু হয়।
আর তাদের মা রোজী আক্তার (২৬) মারা যান রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।
স্থানীয়রা জানান, লেমুয়া গ্রামের সুনু পঞ্চায়েতের ছেলে রোমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। গত রোজায় তিনি বাড়ি আসেন।
অন্য এক নারীর সঙ্গে রোমানের পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে তাদের মধ্যে বাদানুবাদ চলছিলো বলে জানা যায়।এই কারনেই রোজী এ পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীদের ধারণা।
এ বিষয়ে জানতে চাইলে ওসি রিয়াজ হোসেন বলেন, “রোমানকে নজরদারীতে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাকেও আটক করা হবে।”