DMCA.com Protection Status
title="৭

বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে দেশে আজ চরম অরাজকতা চলছে: ড. কামাল হোসেন

dr.kamalক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গণফোরামের সভাপতি এবং বঙ্গবন্ধুর স্নেহধন্য সহকর্মী ড. কামাল হোসেন আজ  বলেছেন, বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে আজ মিথ্যার উপর দাড়িয়ে লীগ-লীগ করে দেশে আজ অরাজকতা চলছে। কিন্তু এরা ষোল আনাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে, স্বাধীনতা এবং চেতনা বিরোধী। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনি কখনো এগুলো প্রশ্রয় দিতেন না।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, আজ চাঁদাবাজরা বঙ্গবন্ধুর উত্তরসুরি দাবি করছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর পরিবার, ১৬ কোটি মানুষই তার পরিবার। জাতির পিতা নিয়েও কোনো বিতর্ক নেই।

প্রবীণ এই সংবিধান প্রনেতা বলেন, ১৫ই আগস্ট আমাদের অসাধারণ ক্ষতি হয়েছে। আমরা আমাদের নেতাকে হারিয়েছি। বঙ্গবন্ধুর সন্তানরা ছিলেন বিজয়ী যোদ্ধা। উনার স্বপ্ন কি ছিল? ওনার স্বপ্ন ছিল ১৬ কোটি মানুষকে মানুষের মত গড়ে তোলা।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধু বলতেন, এই দেশের মালিক জনগন। তিনি সবসময় জনগনের অধিকারের জন্য কাজ করেছিলেন। তিনি কখনও ভয় পাননি।

কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে যা দিয়েছেন তা থেকে সরে আসতে পারিনা। তিনি দেশটাকে তখন সাড়ে ৭ কোটি জনগণকে দিয়ে গেছেন। তিনি জনগনের অধিকারের ক্ষেত্রে কখনো ছাড় দেননি। তিনি জনগনের ন্যায্য অধিকারের কথা বলতেন।

তিনি বলেন, কিন্তু তারা বঙ্গবন্ধুর উত্তরসূরি দাবি করে বন্ধুক নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি দুই নাম্বারি এবং অসতভাবে না চলি তাহলে ভয় পাওয়ার দরকার নেই। বাঙ্গালির মুখ পুলিশ দিয়ে গুলি করে ভয় দেখিয়ে বন্ধ করা যাবে না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। তিনি আমাদেরকে সাহসী হতে শিখিয়েছেন।

এসময় ড. কামাল হোসেন সবাইকে সংঘবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শচূতদেরকে মোকাবেলা করার আহ্বান জানান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ফরোয়ার্ড পার্টির আহ্বায়ক এডভোকেট মোস্তফা, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মফিজ ইসলাম খান, এডভোকেট সুব্রত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট চন্দ্রুল আলম, এডভোকেট শফি উল্লাহ প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!