ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২১ শে আগস্টের দূঃখজনক ঘটনায় কাউকে রাজনৈতিকভাবে বিপদাপন্ন না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘ওই ঘটনার জন্য আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে দায়ী করে। কিন্তু এটি কোনো রাজনৈতিক নয়, সন্ত্রাসী হামলা। গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। সেজন্য বিএনপিই এর বিচারকাজ শুরু করেছিলো।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সদ্য কারামুক্তি উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তাবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
বিএনপির একজন নেতাসহ সুপ্রীম কোর্টের তিন আইনজীবিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার নানাভাবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করার চেষ্টা চালাচ্ছে। সেজন্য ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো মানুষ বিশ্বাস করে না।’
জামিন বাতিল করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে প্রেরণ এবং চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেফতারের পর রিমান্ড দেওয়ার নিন্দা জানান তিনি।
একইসঙ্গে তাদের অবিলম্বে মুক্তি দাবি করে দেশে রাজনৈতিক ধারা পরিবর্তন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা চরম আদালত অবমাননাকর কথাবার্তা বললেও তাদের গ্রেফতার করা হয় না। অথচ ঠুনকো অপরাধে বিএনপির লোকজনকে গ্রেফতার করা হয়।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সহ দফতর সম্পাদক শামিমুর রহমান শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।