DMCA.com Protection Status
title=""

অবিশ্বাস্য হলেও শওকত মাহমুদের ৮০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ, আজ শুনানি।

smক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আট মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে/একাংশ) সভাপতি শওকত মাহমুদের ৮০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হবে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রোববার পল্টন থানার পাঁচ মামলায় এবং মতিঝিল থানার তিন মামলায় আলাদা তদন্ত কর্মকর্তা প্রতিটিতে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

এর আগে রমনা থানার একটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে শনিবার শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয়। এব্যাপারে আদালতে উপস্থিত বিএনপি মনা আইনজীবিগন বলেন, কোন সন্মানিত ব্যক্তির বিরুদ্ধে সাধারন অভিযোগের তদন্তের স্বার্থে আড়াই মাস(৮০ দিন)রিমান্ড আবেদন করাটা নজীরবিহীন এবং অবিশ্বাস্য ।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে রাজধানীর রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনে করা এক মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।

Share this post

scroll to top
error: Content is protected !!