DMCA.com Protection Status
title="৭

মেলবোর্ন আবার সেরাঃ এবারও বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট শহর ঢাকা

bonna1ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ টানা পঞ্চমবারের মতো বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ভালো শহরগুলোর মধ্যে সেরা হয়েছে মেলবোর্ন৷ বাংলাদেশের রাজধানী ঢাকারও স্থান হয়েছে একটি তালিকায়৷ সেখানে সামান্য উন্নতিও দেখিয়েছে মহানগরী ঢাকা! কিন্তু ঢাকার উন্নতিতে ঢাকাবাসীর খুশি হওয়ার কথা নয়, কেন না গত কয়েক বছরের মতো এবারও বসবাসের জন্য সবচেয়ে অনুপযোগী শহরের তালিকায় স্থান পেয়েছে ঢাকা৷

স্বান্তনা এইটুকুই – গত বছরের মতো এবার আর সবচেয়ে নিকৃষ্ট শহর হয়নি৷ এবার সবচেয়ে খারাপ শহর হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক৷ ঢাকা ব়্যাংকিংয়ে ১৩৯তম হয়ে খারাপদের মধ্যে দ্বিতীয় সেরা৷ দামেস্ক আর ঢাকার পরে রয়েছে যথাক্রমে পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি, নাইজেরিয়ার লাগোস, এবং লিবিয়ার রাজধানী ত্রিপোলি৷

বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট পাঁচ শহর

১. দামেস্ক, সিরিয়া, ব়্যাংকিং ১৪০

২. ঢাকা, বাংলাদেশ, ব়্যাংকিং ১৩৯

৩. পোর্ট মোরেসবি, পাপুয়া নিউগিনি, ব়্যাংকিং ১৩৮

৪. লাগোস, নাইজেরিয়া, ব়্যাংকিং ১৩৭

৫. ত্রিপোলি, লিবিয়া, ব়্যাংকিং ১৩৬

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের সবচেয়ে বসবাসোপযোগী শহরগুলোরও তালিকা করেছে৷ সেখানে আবার সবার ওপরে স্থান পেয়েছে মেলবোর্ন৷ অস্ট্রেলিয়ার এই শহরের জন্য অবশ্য এটা নতুন কিছু নয়৷ এই নিয়ে টানা পাঁচবার বসবাসের জন্য বিশ্বের সেরা শহর হলো মেলবোর্ন৷

মেলবোর্নের পরের পাঁচটি স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা, ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভার, ক্যানাডার টরেন্টো এবং অস্ট্রেলিয়ার অ্যাডিলেড৷

বসবাসের জন্য সেরা পাঁচ শহর

১. মেলবোর্ন, অস্ট্রেলিয়া

২. ভিয়েনা, অস্ট্রিয়া

৩. ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়া

৪. টরন্টো, ক্যানাডা

৫. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতিবছরই বসবাসের জন্য বিশ্বের সেরা এবং সবচেয়ে খারাপ শহর নির্ধারণ করে৷ শুধু পরিচ্ছন্নতা নয়, সেরা এবং সবচেয়ে খারাপ শহর বেছে নেয়া হয় স্বাস্থ্য সেবা, শিক্ষা, সংস্কৃতি পরিবেশ এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধার ভিত্তিতে৷

Share this post

scroll to top
error: Content is protected !!