DMCA.com Protection Status
title="শোকাহত

ছাত্রদের আন্দোলনে সরকারের ব্যাকগিয়ারঃএখনই নয়,আগামী বছর থেকে ভ্যাট

maalক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শেষ পর্যন্ত শিক্ষার উপর ভ্যাট এখনই কার্যকর করার সিদ্ধান্ত থেকে এ বছরের জন্য সরে আসতে বাধ্য হলো হাসিনা সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বলেছেন, চলতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না। কিন্তু পরবর্তী বছর থেকে দিতেই হবে।

রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিজিনেস অ্যাওয়ার্ড-২০১৪ প্রদান অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

vateduগত কয়েকদিনে বেসরকারী বিশ্ববিদ্যায়রের টিউশন ফির উপর ৭.৫ ভাগ ভাট আরোপ করায় ছাত্ররা প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে।তাদের আন্দোলনে ঢাকা কর্যত অচর হয় পড়লে অর্থমন্ত্রীর এই আপাতত রনে ভঙ্গ বলে সংশ্লিষ্টরা মনে করেন।

অবশ্য উত্তেজনা প্রশমনে প্রধানমন্ত্রী এবং এনবিআর 'এই ভ্যাট শিক্ষার্থীরা নয় বিশ্ববিদ্যলগুলো দেবে',এ কথা বলে হাস্যস্পদে পরিনত হন।

Share this post

scroll to top
error: Content is protected !!