DMCA.com Protection Status
title="৭

চলে গেলেন মওদুদ আহমদের একমাত্র পুত্র আমান মওদুদ ,ইন্না…..রাজেউন।

amanক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের একমাত্র ছেলে আমান মমতাজ মওদুদ আর নেই (ইন্নালিল্লাহি…..রাজেউন)।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান আমান মমতাজ মওদুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। ব্যারিস্টার মওদুদ আহমদের পিএস মমিনুল ইসলাম সুজনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমান মমতাজ মওদুদ।

পরের দিন রোববার (১৩ সেপ্টেম্বর) হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়ায় সমস্যা দেখা দেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে সোমবার রাতেই আমান মমতাজ মওদুদকে সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করে পরিবার।

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা পর অবতরণ করার আগেই মারা যান আমান মমতাজ মওদুদ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রিপোর্ট লেখার সময় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাখা ছিল আমান মমতাজের মওদুদের মরদেহ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের ফ্লাইট ধরতে পারলে মঙ্গলবারই দেশে আনা হবে আমানের মরদেহ। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিক সাবেক উপ রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ দুই সন্তানের বাবা।

এর মধ্যে আমান মমতাজ মওদুদ ছিলেন বড়। ছোট মেয়ে লন্ডনে বার অ্যাট ল’ পড়ছেন। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ  এবং তার স্ত্রী পল্লীকবি জসিমু্দ্দীন কন্যা হাসনা মওদুদ।আমানের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

Share this post

scroll to top
error: Content is protected !!