DMCA.com Protection Status
title=""

মহানবী (স.)কে অবমাননা: একটি ওয়েবসাইট ও তাদের ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ

highcourtক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ‘আপত্তিকর’ কনটেন্ট থাকায় ইন্টারনেটের দুটি পেইজ ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাংবাদিক আরিফুর রহমান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন  এ্যাডভোকেট সৈয়দা সাবিনা আহমেদ মৌলি।

তিনি জানান, সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের একটি পেইজ এবং একটি ওয়েবসাইটে হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য রয়েছে ,যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সাথে সামন্জস্যপূর্ন নয়।।

এ মন্তব্যগুলো নিয়ে আরিফুর রহমান শাহজাহানপুর থানায় এজাহার করতে গেলে তা গ্রহণ করা হয়নি।

এরপর তিনি হাইকোর্টে বৃহস্পতিবার রিট করেন। মঙ্গলবার হাইকোর্ট ৩০ দিনের মধ্যে ফেইসবুকের ওই পেইজ এবং ওই ওয়েবসাইট বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান, ঢাকা জেলাপ্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়।

Share this post

error: Content is protected !!