ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে পাওয়া পরিবেশ উন্নয়নে পাওয়া ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার এর চেয়ে হাস্যকর আর কিছুই হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
তিনি এ প্রসঙ্গে বলেন, ‘পরিবেশের দিক থেকে পৃথিবীর সবচেয়ে খারাপ শহর হচ্ছে বালাদেশের রাজধানী শহর ঢাকা। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর পরিবেশ দুষনকারী দেশগুলোর অন্যতম উল্লেখযোগ্য। এই দেশে কোনো লোক আসতে চায় না আর সেই দেশের প্রধানমন্ত্রী পাবেন পরিবেশের উপর পুরস্কার। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না’।
তিনি বলেন, জাতিসংঘে যাওয়ার আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাই । প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে যাওয়ার আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিন। কারণ এর মধ্য দিয়েই বুঝা যাবে আপনি দেশের রাজনৈতিক পরিস্থিতি কতোটা মূল্যায়ন করছেন।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘মানুষের জান নিয়ে রক্তের হোলি খেলবেন, তা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। রক্তের হোলি খেলা বন্ধ করুন। এই খেলা করে বিভিন্নভাবে অর্থ কামিয়ে দেশ-বিদেশে কোথায় আপনারা সম্পদ লুকিয়ে রাখছেন তা জনগণ হিসাব রাখছে। এর জবাব একদিন আপনাদেরকে দিতে হবে।’
তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। খালেদা জিয়ার নেতৃত্বেই আগামী দিনের আন্দোলনে গণতন্ত্র পুনঃরুদ্ধার হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।