ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের রংপুরে অতি সম্প্রতি জাপানী নাগরিক হোসি কোনিও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাপান সরকারের শীর্ষ এক মুখপাত্র।
আজ টোকিওতে সংবাদ সম্মেলনে জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি উশিহিদে সুগা এ হত্যাকাণ্ডের দ্রুত পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় হোসি কোনিও’র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে, এ ধরনের কাপুরুষোচিত কাজের পুনরাবৃত্তি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
চিফ কেবিনেট সেক্রেটারি উশিহিদে জানান, খুনীদের সনাক্ত করতে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করবে জাপান সরকার। এই লক্ষ্যে ২/১ দিনের মধ্যেই উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি জাপানী প্রতিনীধিদল ঢাকায় যাচ্ছে বলে সংবাদ সম্বলনে জানানো হয় ।