DMCA.com Protection Status
title=""

নেতা-কর্মীদের মুক্তির দাবীতে যশোরে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ কর্মসূচী

michiljessoreদৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোরের সিনিয়র নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার,রাজিব আহসানসহ কারাবন্দী নেতাদের মুক্তি মুক্তি,আকরামুল হাসানসহ ছাত্রদল নেতৃবৃন্দেরর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এর দাবীতে বৃহস্পতিবার সকালে যশোর শহরে মিছিল বের করে যশোর জেলা ছাত্রদল।

মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম। এছাড়াও নেতৃত্বে ছিলেন জেলা যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রতন, নাসিরউদ্দিন নাসু,আতিকুল ইসলাম মান্না,কামরুল হাসান চুন্নু,আরিফুল ইসলাম অারিফ,নির্মল কুমার বীট,যুগ্ম-সাধারন সম্পাদক রেজানুল ইসলাম রিয়েল,সহ-সাধারন সম্পাদক আলী হায়দার রানা,প্রচার সম্পাদক রাজিদুর রহমান সাগর,দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু,সাংস্কৃতিক সম্পাদক রাজিব আহমেদ,তথ্য ও গবেষণা সম্পাদক শাহনেওয়াজ ইমরান,সহ-প্রচার সম্পাদক বেনজির বিশ্বাস,সহ-সংস্কৃতি সম্পাদক তৌহিদুর রহমান কুহিন,কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ,খায়রুল বাশার সুজন,কবির হোসেন,ইকরামুল ইসরাম হেলাল,আরিফুজ্জামান সাইলেন্ট,আলমগীর হোসেন লিটন,খান আলী রাজা,তানভীর রায়হান তুহিন,আবুল কালাম আজাদ প্রমুখ

যুবদলের মিছিলঃ

jobodoljতরিকুল ইসলামসহ বিএনপি ও যুবদলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দেরর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরর দাবিতে তরুন বিএনপি নেতা অালহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় ও জেলা যুবদল সভাপতি এহসানুল হক মুন্নার তত্বাবধানে বৃহস্পতিবার শহরে সন্ধায় যশোর জেলা যুবদলের মিছিল করেছে। মিছিলে ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধোনি,হাসিব চৌধুরী,সম্মানিত সদস্য এহতেশামুল হক পাপ্পু(যুবদল সভাপতির ভাই),সহ-সাধারন সম্পাদক নুর ইসলাম বুল্লা,আনসারুল হক রানা,সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,সম্পাদকমন্ডলীর সদস্য শামীম আআহমেদ মানুয়া,শোয়েব হোসেন বাবু,জেলা যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ,হাফিজুর রহমান,আব্দুর রাজ্জাক প্রমুখ। এতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দও অংগসংগঠন নেন।

Share this post

scroll to top
error: Content is protected !!