ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেবী মা দুর্গার আগমন ঘটেছিল কিসের জন্য? অসুর বধের জন্য। আপনারাও অসুর বধের জন্য মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন, আমাদের এমনি শক্তি দাও যেই শক্তি দিয়ে আমরা বিএনপি-জামায়াতের অসুরদেরকে চরম শায়েস্তা করতে পারি।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের রাজৈর কে জে এস পাইলট ইনস্টিউশন মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিনোদ রঞ্জন গাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, এম এ মোতালেব মিয়া, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সি, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
এ বছর মাদারীপুর জেলায় ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজৈর উপজেলায়ই অনুষ্ঠিত হবে ২১৩টি মণ্ডপে পূজা।