ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন আওয়ামী ওলামা লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাধ্যতামূলক ভাবে ‘রহমতুল্লাহি আলাইহি’ বলে সম্বোধন করার দাবি জানাবে সরকারের কাছে।
এছাড়াও বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ২০৫০ সালের মধ্যে বঙ্গবন্ধুর নামে একটি করে মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করারও দাবি জানাবে ওলামা লীগ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: আবুল হাসান শেখ শরীয়তপুরী সাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দুই দফাসহ আরো কিছু দাবি জানাবে তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন বাংলাদেশ, বাংলাদেশ ফিৎনা প্রতিরোধ কমিটি, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ, কোরআন প্রচার সংস্থা, হাক্কানী ত্বরীক্বত ফেডারেশন, বাংলাদেশ এতিমখানা কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু ওলামা পরিষদসহ সমমনা ১৩ দলের উদ্যোগে এই মানববন্ধন হবে।
মানববন্ধনে আরো যেসব দাবি জানোনো হবে: বিভিন্ন দেশে রাসূলের (সা.) কার্টুন প্রদর্শনী, ছবি ছাপানো নিষিদ্ধ করতে প্রধানমন্ত্রীর অগ্রণী ভুমিকা পালন করা এবং সংসদে নিন্দা প্রস্তাব পাস করা; আসন্ন পবিত্র ঈদে মীলাদুন নবী (সা.)উপলক্ষে আন্তর্জাতিক ছুটি দিবসের জন্য প্রচেষ্টা চালানো এবং এ উপলক্ষে দেশে ১২ দিন সরকারি ছুটি; জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতিস্বরূপ আইটিইউ’র ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন; কারবালা দিবস ও আশুরা উপলক্ষে ব্যাপক সরকারি আয়োজন,
সরকারকে বেকায়দায় ফেলতে আইএসের নামে আমেরিকাসহ আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করা; গয়েশ্বর মার্কা জামায়াত জোটের এজেন্ট হিন্দু তথা উগ্রবাদী, মৌলবাদী হিন্দু কর্তৃক আসন্ন দুর্গাপুজায় আত্মঘাতি হামলা তথা সাবোটাজ সম্পর্কে সরকারের চরম সতর্ক থাকা এবং নিরাপত্তার স্বার্থে রাস্তাঘাটে, উন্মুক্ত স্থানে পুজামন্ডপ তৈরি না করে মন্দিরেই নিরাপত্তার সার্থে পূজার ব্যবস্থা করা;
বিশ্বব্যাংক ও আইএমএফ বয়কট করা; পাঠ্যক্রম থেকে ইসলাম বিরোধী রচনা বাদ ও বিতর্কিত শিক্ষানীতি বাতিল; পাঠ্যপুস্তকে ইসলামী মূল্যবোধ ও মুসলিম মনিষীদের জীবনী অন্তর্ভুক্তি; সব শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের শিক্ষক কর্তৃক বোরকা পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য বাধ্য করা এবং বোরকাবিরোধীদের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।