ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইসলাম ধর্ম নিয়ে একের পর এক ব্যাঙ্গাত্মক ও অবমানাকর মন্তব্য করে আলোচিত হওয়া সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত আবারো মুসলমান সাংবাদিকদের উদ্দেশ্য করে চরম উস্কানিমূলক মন্তব্য করেছেন।
সম্প্রতি একটি সংবাদ সম্বেলন চলা কালে বিষয়বহির্ভূত ভাবে ধর্ম নিয়ে তিনি আজেবাজে মন্তব্য করার সময় প্রথম আলোর এক সাংবাদিক তাকে ধর্ম অবমাননাকর মন্তব্য করতে নিষেধ করলে তার জবাবে সুরঞ্জিত উত্তেজিত হয়ে বলেন, “দেশ কি আপনার বাবার? আপনার বাবা কি হাজি সাব? তাহলে আপনি সৌদি আরব যান। এই দেশে কোনো ধার্মিকের জায়গা নেই।”
তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সেখান থেকে উঠে এসেছেন তার সহকর্মী সহ বাকি সব সাংবাদিক।ইতিমধ্যেই ফেসবুক টুইটার সহ প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরঞ্জিতের বিরুদ্ধে আন্দোলনের ঝড় উঠেছে। দল থেকে তার মত নাস্তিককে বহিষ্কার করার আগ পর্যন্ত সাধারণ জনগণ আন্দোলন চালিয়ে যাবে বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
উল্লেখ্য এই খবরটি দৈনিক যুগান্তরে ছাপা হওয়ার পর অনেকে ক্ষুব্ধ হয়ে উঠলে সরকারের যোগসাজসে খবরটি বেমালুম গায়েব করে দেয়া হয়েছে।