DMCA.com Protection Status
title=""

এবার ভারতে রাজনৈতিক আশ্রয় চাইলেন বাংলাদেশী ব্লগার তারেক

blogক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বাংলাদেশের ব্লগার আব্দুল্লাহ আল তারেক।

হত্যার হুমকিতে আতঙ্কিত হয়ে দিল্লিতে জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত মিশন প্রধানের কাছে তিনি এ আবেদন জানান।

ঝালকাঠির সুবিদপুর গ্রামের মোহাম্মদ আবদুল বারির পুত্র আব্দুল্লাহ আল তারেক বর্তমানে কলকাতার মানবাধিকার সুরক্ষা মঞ্চের আশ্রয়ে দিন কাটাচ্ছেন।

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তারেক বরিশালের সরকারি ফজলুল হক কলেজে কর্মরত অবস্থায় গত বছর মৌলবাদীদের হাতে আক্রান্ত হন।

হুমকির প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে যান। কলকাতার মানাবাধিকার সংগঠন মাসুমের সেক্রেটারি কিরিটি রায় গত ১৪ই অক্টোবর ভারতের জাতীয় মানবাধিকার কমিশন বরাবর এক চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিতে তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ চিন্তা ধারার অনলাইন অ্যাক্টিভিস্টদের নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। বাংলাদেশে গত দুই বছরে চার জন ব্লগার খুন হয়েছেন। কিন্তু তাদের খুনের এখনও কোন কুলকিনারা হয়নি।

Share this post

scroll to top
error: Content is protected !!