ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবশেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো ডিটেনশন সেন্টারে মুক্তির দাবীতে অনশনরত ৪৮ জন বাংলাদেশী শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম চৌধুরী এল পাসো থেকে টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য জানান।
অনশনরত বাংলাদেশীদের মুখে খাবার তুলে দিয়ে জনাব শামসুল আলম চৌধুরী তাঁদের অনশন ভাঙিয়েছেন বলে তিনি জানান।
প্রায় ছয় মাস আগে মেক্সিকো থেক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে টেক্সাসের সীমান্ত পুলিশ ওই বাংলাদেশীদের আটক করে। তারপর থেকেই তারা এই কারাগারে বন্দী ছিলেন।গত সপ্তাহে অবিলম্বে মুক্তির দাবীতে এই ৪৮ বাংলাদেশী আমরন অনশন ধর্মঘট শুরু করলে কর্তৃপক্ষের টনক নড়ে।