DMCA.com Protection Status
title=""

চিত্রনায়ক রিয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেঃ সকলের দোয়া প্রার্থনা

riazদৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ জনপ্রিয় এবং নন্দিত চিত্রনায়ক রিয়াজ গত ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।

তিনি সেসময় মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং করছিলেন। রাত ৮টা বেজে যায়। এরপর হঠাৎ করেই শুটিং শুরু করার ঠিক আগেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন সেই সঙ্গে বমি করেন।

এরপর দ্রুত তাকে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখান থেকে দ্রুত তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান রিয়াজ স্ট্রোক করেছেন। এরপর দ্রুত তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

কিন্তু খলনায়ক মিশা সওদাগর বললেন ভিন্নকথা। তিনি তার ফেসবুকে লিখেন ‘ স্ট্রোক নয় হার্ট এ্যাটাক করেছেন চিত্র নায়ক রিয়াজ। আর সে কারনে তার হার্টে চারটি বল্ক ধরা পরেছে। একটি বল্কে রিং পড়ানো হয়েছে আর বাকী তিনটিতে আপাতত রিং না পড়ালেও চলবে। যারা জানেন না স্ট্রোক আর হার্ট এ্যাটাকের মধ্যে পার্থক্য? তাদের জানিয়ে দিলাম। রিয়াজ এখনও অটল আছে। সবাই দোয়া করবেন আমার সহঅভিনেতার জন্য।’

Share this post

scroll to top
error: Content is protected !!