ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবী কর্মীদের ফিরিয়ে নেবে অস্ট্রেলিয়া।
গতকাল বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় আইএস দায় স্বীকারের পর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
এ ঘটনার উল্লেখ করে নতুন করে বাংলাদেশে ভ্রমণরত নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
আজ অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড-এর ওয়েবসাইট স্মার্টট্রাভেলার ডট গভ ডট এইউ’তে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে অবস্থানরত কর্মীদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বেচ্ছায় অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে।
এছাড়া ৩১ই ডিসেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের প্রত্যাহার করে নেয়া হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ২৭শে নভেম্বর বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে আইএস। অস্ট্রেলিয়ান নাগরিকদের উদ্দেশ্যে সেখানে আরও বলা হয়েছে, পরামর্শের মাত্রা পরিবর্তিত হয়নি। বাংলাদেশে উচ্চমাত্রার সতর্কতা চর্চা করা উচিৎ।