দৈনিক প্রথম বাংলদেশ প্রতিবেদনঃ বগুড়ায় শিয়া মসজিদে নামাজরতদের ওপর গুলি চালিয়ে একজনকে হত্যার ঘটনাতেও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘দায় স্বীকারের’ খবর দিয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়া মসজিদে ওই হামলার ঘটনা ঘটে। সেজদার সময় পেছন থেকে চালানো গুলিতে নিহত হন মুয়াজ্জিন, আহত হন আরও তিনজন।
এরপর জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েব পোর্টালে জানায়, ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।
এর ঠিক এক মাস আগে পুরান ঢাকার ইমামবাড়ায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে গ্রেনেড হামলায় দুইজন নিহত হন, আহত হন শতাধিক। বাংলাদেশে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ হলেও শিয়াদের ওপর এ ধরনের হামলা এর আগে হয়নি।
ইমামবাড়ার ঘটনার পরও আইএস জড়িত বলে দাবি করেছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’। আইএসকে উদ্ধৃত করে তাদের খবরে লেখা হয়েছিল, “বাংলাদেশে খিলাফতের সৈনিকরা বহু-ঈশ্বরবাদীদের ধর্মীয় আচারের সময় বিস্ফোরণ ঘটিয়েছে।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, বৃহস্পতিবার বগুড়ার হামলাকারীদের মধ্যে একজন টুপি-পাঞ্জাবি পরা এবং অন্য দু’জন চেক শার্ট-প্যান্ট পরিহিত ছিলেন। এর আগে ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যা এবং আশুলিয়ায় তল্লাশি চৌকিতে পুলিশ খুন এবং দিনাজপুর ইতালীয় পাদ্রিকে হত্যাচেষ্টার ঘটনাতেও হামলাকারী ছিলেন তিনজন।
ওই তিনটি ক্ষেত্রে হামলাকারীরা মোটর সাইকেলে এলেও শিবগঞ্জে শিয়াদের মসজিদে হামলাকারীরা এসেছিল পায়ে হেঁটে। আর প্রতিটি ক্ষেত্রেই ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ আইএস- এর দায় স্বীকারের খবর দিয়েছিল, যাকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ সরকার ।