ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত ছিল এমন কোনো ব্যক্তির জন্য পৌর নির্বাচনে ‘লেভেলপ্লেয়িং ফিল্ড’ প্রযোজ্য নয় ।
বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের ক্রমাগত মিথ্যাচারের প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপিতে অনেক ক্লিন ইমেজের লোক আছে। তারা যদি পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে থাকে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রযোজ্য হবে। কিন্তু কোনো প্রার্থী যদি আগুনসন্ত্রাসে জড়িত থাকে, তাহলে তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি প্রত্যেক দিন সংবাদ সম্মেলনের নামে নির্বাচন নিয়ে মিথ্যাচার করবেন না। আপনারা আগুনসন্ত্রাসী মনোনয়ন দিলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।’
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুঃখ লাগে পাকিস্তান আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছে অথচ আমাদের বিরোধী দলের নেত্রী আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানাননি।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাসমুল হল টুকু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।