ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের কারাগারে থাকা ৫০জন ভারতীয় সন্ত্রাসীকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি শনিবার তাদের ওয়েবসাইটে এ দাবি করেছে।
টেলিভিশনটির ওয়েবসাইটে বলা হয়েছে, নয়া দিল্লির অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশের কারাগারে থাকা ১১৮ জন ভারতীয় সন্স্রাসীর মধ্যে ওই ৫০ জনকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে ঢাকা।
দু’দেশের মধ্যকার বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী গত মাসে উলফা নেতা অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়।
ইন্ডিয়া টিভির খবরে আরও দাবি করা হয়, ওই ১১৮ সন্ত্রাসীর ছবিসহ বিভিন্ন তথ্য দিতে ঢাকাকে অনুরোধ জানিয়েছে নয়া দিল্লি।
ইন্ডিয়া টিভির খবরে আরও বলা হয়, ভারতের পক্ষ থেকে ১৭২ টি সন্ত্রাসী আস্তানার লিস্ট দেওয়া হয়েছে বাংলাদেশকে।
তাদের দাবি, বাংলাদেশ এইসব আস্তানা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টিভির ওয়েবসাইট