দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ আজ সকালে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মেরুদন্ডে সফল অস্ত্রোপচার হয়েছে।
রাতে তার ছেলে অনিক ইসলাম খান বলেন, ‘‘ বাবার স্পাইনাল কডের অস্ত্রোপচার হয়েছে। আড়াই ঘন্টা অস্ত্রোপচারের পর এখন তাকে হাই ডিপেন্ডডেন্সি ইউনিটে চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।”
জনাব নজরুল ইসলাম খান দেশবাসীসহ নেতা-কর্মীদের কাছে তার আরোগ্যলাভে দোয়া চেয়েছেন বলে জানান অনিক।
আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের একটি কর্মশালায় যোগ দিতে গত ১০ নভেম্বর সিঙ্গাপুরে যান নজরুল ইসলাম খান। এরপর সেখানে মেরুদন্ডের প্রচন্ড ব্যাথা অনুভব করলে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিতসককে দেখান বলে জানান দলের সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হলে ২দিন পর ১৯ ডিসেম্বর সকালে অন্ত্রোপচার হয়। ২০১৩ সালের জুন মাসের দিকে নয়া পল্টনের সমাবেশের ওপর পু্লিশ গুলিবর্ষন করলে নজরুল ইসলাম খান গুরুতর আহত হন। তিনি মাথা-বুক-পিঠ ও পায়ে রবাট বুলেট বিদ্ধ হন। পরে নজরুল ইসলাম খানকে ব্যাংকক ও সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেয়া হয়েছিলো।