DMCA.com Protection Status
title="৭

বিডিআর হত্যাকান্ডে খালেদা ও তারেক জড়িতঃ শেখ হাসিনা

shক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গতকাল ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের  জনসভায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে  বলেন, ‘পাকিস্তান যে সুরে কথা বলে তিনিও সেই সুরে কথা বলেন। ৩০ লক্ষ শহীদকে কটাক্ষ করে তিনি বলেন এত মানুষ তো মারা যায়নি।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত করেছেন খালেদা জিয়া।’ ‘পিলখানা বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া ও তারেক জিয়া জড়িত বলে আমার সন্দেহ।’

এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও যোগ করেন, ‘ওই দিন সকাল ৯টা থেকে তারেক জিয়া তার মাকে ৪৫ বার ফোন করেছিল। বার বার ফোন করে মাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল। কেন এতবার ফোন করলো আর খালেদা জিয়া কেন তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন। জনগণের কাছে এর জবাব তাদের দিতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন ‘জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি, তার গঠিত বিএনপিও অবৈধ।’

শিক্ষকদের কর্মবিরতি থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের দাবিও করতে হয়নি, আমি নিজে তাদের চাকরির বয়স ৬৫ বছর করেছি। ১২৩ ভাগ বেতন বাড়িয়েছি। আমরা আপনাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে রাজি, কিন্তু ছেলেমেয়ের লেখাপড়া ব্ন্ধ করতে পারবেন না।’

বেতন কাঠামোর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন যৌক্তিক নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এমন আন্দোলন করা তাদের মানায় না।’ এসময় যানজট নিরসনে গৃহীত পদক্ষেপগুলোর কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মেট্রোরেল হলে উত্তরা থেকে মতিঝিল আসা যাবে মাত্র আধা ঘণ্টায়।’ শিক্ষার্থীদের সুবিধার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে মেট্রোরেলের লাইন তৈরি হচ্ছে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রবিবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালিত হয়। তবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় সমাবেশ হচ্ছে আজ সোমবার।

Share this post

scroll to top
error: Content is protected !!