ক্যাপ্টেন(অবঃ)মারফ রাজুঃ গভীর দুঃখ ভারাক্রান্ত মনে জানানো যাচ্ছে যে, বিএনপির স্থায়ী কমিটির প্রবীনতম সদস্য , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম ঘনিষ্ট সহকর্মী এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা ড. আর এ গণি আর নেই । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাত ১২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন লইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা গেছেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ড. গনির মৃত্যুর বিষয়টি দৈনিক প্রথম বাংলাদেশকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী, ছাত্র নেতা সামুয়েল আহম্মেদ লেলিন।
পারিবারিক সূত্র জানায়, তার কফিন আজ রাতে হাসপাতালেই রাখা হবে , শুক্রবার বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ্ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বিকেলে বনানী কবর স্থানে দাফন করা হবে ।
৮৯ বছর বয়সী বিএনপি'র এই প্রবীণ রাজনীতিক বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হুমায়ুন খানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে গত বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।