DMCA.com Protection Status
title=""

কানাডা প্রবাসী বিশিষ্ট গণিতজ্ঞ ড. সাইয়েদ তারেক আলী আর নেই।

tariqueali

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দির্ঘদিন কানাডা প্রবাসী এবং মন্ট্রিয়লের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অংকের অধ্যাপক ,প্রখ্যাত গনিতজ্ঞ ড.সাইয়েদ তারেক আলী গত রোববার মালেশিয়ায় ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন ।

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর । তিনি তার প্রিয়তমা স্ত্রী বিশিষ্ট শিক্ষাবীদ ড.ফৌজিয়া আলী এবং একমাত্র পূত্র ড.নাবিল আলী কে রেখে গেছেন ।

উল্লেখ্য আজীবন শিক্ষানুরাগী ড.তারেক ছিলেন একজন অত্যন্ত সজ্জন এবং দয়ালু ব্যাক্তি । গনিত বিশেষজ্ঞ এই শিক্ষাবীদ কে চেনেনা এমন মানুষ খুব কমই আছেন ।ড.তারেক আলী বিশ্বের বিশ্বের বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসাবেও কাজ করতেন । এরই সুবাদে তিনি একটি আন্তর্জাতিক গনিত বিষয়ক সেমিনারে অংশ নিতে মালেশিয়ার কুয়ালালামপুরে গিয়েছিলেন । ঐ সম্বেলন চলাকালেই তিনি ইন্তেকাল করেন ।

আজ মঙ্গলবার তার মরদেহ কানাডার মন্ট্রিয়লে এসে পৌছানোর কথা । তার নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তিতে ঘোষনা করা হবে বলে ড.তারেকের পারিবারিকসূত্রে জানা যায়।

 

Share this post

error: Content is protected !!