DMCA.com Protection Status
title=""

যে দিকে তাকাই শুধু লীগ আর লীগঃবাংলাদেশে এখন শুধু লীগেরই ছড়াছড়ি !!!

lig

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশে আনুপাতিক হারে দিনেদিনে বেড়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগে নাম সর্বস্ব সংগঠন।এক কথায় বলতে গেলে,যে দিকে তাকানো যায়, শুধু লীগ আর লীগঃবাংলাদেশে এখন শুধু লীগেরই ছড়াছড়ি !!!

এসব নাম সর্বস্ব সংগঠনের পেছনে ‘লীগ’ শব্দ ব্যবহার ছাড়াও বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন সদস্যদের নামও ব্যবহার করছেন উদ্যোক্তারা।

lig2এমনকী মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করেও অনেক সংগঠন গড়ে উঠছে।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এসব নামসর্বস্ব সংগঠন গড়ে উঠছে মূলত শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার কারণে। আর এই শাস্তিহীনতার সুযোগ নিয়ে এর অপব্যবহার করছে সুবিধাভোগী মহল।

lig1তারা বলছেন, এসব ভুঁইফোড় সংগঠন মূলত লিফলেট, ভিজিটিং কার্ড, ব্যানার-ফেস্টুন-সর্বস্ব। বাস্তবে এসব সংগঠনের কোনও কাযক্রম যেমন নেই, তেমনি নেই কোনও কার্যালয়ও।

গত দুই সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েও নামসর্বস্ব সংগঠনগুলোর বেশীর ভাগেরই কোনো অফিসের খোঁজ পাওয়া যায়নি।যেগুলোর পাওয়া গেছে সেসবের বিরুদ্ধে বিনাঅনুমতিতে সরকারী/বেসরকারী জায়গা দখল করে অফিস স্থাপনের অভিযোগও পাওয়া গেছে। 

আওয়ামী লীগের প্রতীক নৌকা দিয়ে লোগো—একপাশে বঙ্গবন্ধু, অন্যপাশে শেখ হাসিনার ছবি। ছবি আছে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়েরও। এরপর ন্যায়-নীতি প্রকাশের চেষ্টায় চোখা কিছু শব্দ ব্যবহার করে তৈরি করা হয়েছে স্লোগান।

শব্দগুলো হলো নীতি-আদর্শ, স্বচ্ছতা-চরিত্র, সততা-একতা। ভোগে নয়-ত্যাগে বিশ্বাসী।

বাংলাদেশ আওয়ামী তৃণমুল লীগ নামে একটি সংগঠন ব্যানার-পোস্টার করেছে। খোঁজ নিয়ে জানা গেছে এ সংগঠনটি ২০১২ সালে গড়ে উঠেছে। এ সংগঠনটির সভাপতি শাহেদুল আলম টিপু। সংগঠন সম্পর্কে জানতে চাইলে টিপু বলেন, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের সহায়ক শক্তি হিসেবে কাজ করার লক্ষ্যে আমাদের সংগঠন তৃণমূল লীগ ।

lig3গত ২ বছর আগে  জনৈক ফয়সাল মুন্সী প্রতিষ্ঠিত করেন শিশুলীগ। এই সংগঠনের নামে একটি লোগোও বানানো হয়েছে। যেখানে রয়েছে অর্ধসূর্যের আলোর বিকিরণের ওপর একটি ফিডার এবং শিশুদের খেলনা জাতীয় কিছু ছবি। এরপর লেখা ‘বাংলাদেশ শিশু-কিশোর লীগ’। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীরাই শিশুলীগ করবে বলে জানান সংগঠনের উদ্যোক্তা ফয়সাল মুন্সী।

তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের নিয়ে ভালো কোন সংগঠন নেই। তাই তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেন। তিনি বলেন, প্রত্যেক বাবা-মা তাদের ছেলে-মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধুর আদর্শে শিশুকিশোরদের গড়ে তুলতে এ সংগঠন গড়ে তুলেছি।

lig5শিশু কিশোর লীগের আগে  গত বছর বাংলাদেশ আওয়ামী উদ্যোক্তা লীগ নামে আরও একটি সংগঠন গঠিত হয়। এর প্রস্তাবক ও সমন্বয়কারী জসীম উদ্দিন রুমান। এ সংগঠনের উদ্যোক্তা রুমান বলেন, আওয়ামী লীগের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে এ সংগঠন গড়ে তুলি। তিনি বলেন, আমাদের সঙ্গে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে আসেন।

lig4জানা গেছে ,২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে গত সাত বছরে নাম সর্বস্ব প্রায় একশ সংগঠন গড়ে উঠেছে। যাদের প্রধান কাজ নানা রকম তদবির। কেউ-কেউ সুবিধা পেলে টেন্ডারবাজি ও চাঁদাবাজিও করছেন সংগঠনের নাম ব্যবহার করে। এই চাদাবাজী বেশী দেখা যায় দল ও দেশের বিভিন্ন দিবস উদযাপনের সময়।

বাজারে প্রচলিত বিভিন্ন লীগ সর্বস্ব সংগঠন সমূহঃ  

১. জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় লীগ

২. জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় সংসদ

৩. আওয়ামী প্রচার লীগ

৪. আওয়ামী সমবায় লীগ

৫. আওয়ামী তৃণমূল লীগ

৬. আওয়ামী ছিন্নমূল হর্কাস লীগ

৭. আওয়ামী মোটরচালক লীগ

৮. আওয়ামী তরুণ লীগ

৯. আওয়ামী রিক্সা মালকি-শ্রমিক ঐক্য লীগ

১০. আওয়ামী যুব হর্কাস লীগ

১১. আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ

১২. আওয়ামী পঙ্গু মুক্তিযোদ্ধা লীগ

১৩. আওয়ামী পরিবহন শ্রমিক লীগ

১৪. আওয়ামী নৌকার মাঝি শ্রমিক লীগ

১৫. আওয়ামী ক্ষুদ্র মৎস্যজীবী লীগ

১৬. আওয়ামী যুব সাংস্কৃতকি জোট

১৭. বঙ্গবন্ধুর আর্দশ ও চতেনা গবেষণা পরিষদ

১৮. বঙ্গবন্ধু সৈনিক লীগ

১৯. বঙ্গবন্ধু একাডেমি

২০. বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরষিদ

২১. বঙ্গবন্ধু ফাউন্ডেশন,

২২. বঙ্গবন্ধু লেখক লীগ

২৩. বঙ্গবন্ধু প্রজন্ম লীগ

২৪. বঙ্গবন্ধু যুব পরিষদ,

২৫. বঙ্গবন্ধু ছাত্র পরিষদ

২৬. বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ

২৭. বঙ্গবন্ধু বাস্তুহারা লীগ

২৮. বঙ্গবন্ধু আওয়ামী হকার্স ফেডারেশন

২৯. বঙ্গবন্ধুর চিন্তাধারা বাস্তবায়ন পরিষদ

৩০. বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ

৩১. বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ

৩২. বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ

৩৩. বঙ্গবন্ধু লেখক লীগ

৩৪. বঙ্গবন্ধু গবষেণা পরিষদ

৩৫. বঙ্গবন্ধু আর্দশ পরিষদ

৩৬. আমরা মুজিব সেনা

৩৭. আমরা মুজিব হবো

৩৮. চেতনায় মুজিব

৩৯. বঙ্গবন্ধুর সৈনিক লীগ

৪০. মুক্তিযোদ্ধা তরুণ লীগ

৪১. নৌকার সমর্থক গোষ্ঠী

৪২. দেশীয় চিকিৎসক লীগ

৪৩. ছিন্নমূল মৎস্যজীবী লীগ

৪৪. ক্ষুদ্র ব্যবসায়ী লীগ

৪৫. নৌকার নতুন প্রজন্ম

৪৬. ডিজিটাল ছাত্রলীগ

৪৭. ডিজিটাল আওয়ামী প্রজন্ম লীগ

৪৮. ডিজিটাল আওয়ামী ওলামা লীগ

৪৯. বাংলাদশে আওয়ামী পর্যটন লীগ

৫০. ঠিকানা বাংলাদেশ

৫১. জনতার প্রত্যাশা

৫২. রাসেল মেমোরিয়াল একাডেমি

৫৩. জননেত্রী পরিষদ

৫৪. দেশরত্ন পরিষদ

৫৫. বঙ্গমাতা পরিষদ

৫৬. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ

৫৭. আমরা নৌকার প্রজন্ম

৫৮. আওয়ামী শিশু যুবক সাংস্কৃতিক জোট

৫৯. তৃণমূল লীগ

৬০. একুশে আগস্ট ঘাতক নির্মূল কমিটি

৬১. আওয়ামী প্রচার লীগ।

lig5আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো হচ্ছে যুবলীগ, কৃষকলীগ, স্বচ্ছোসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ ও তাঁতী লীগ।

ভ্রাতৃপ্রতিম অঙ্গ সংগঠন রয়েছে ছাত্রলীগ ও শ্রমিক লীগ।

দলের গঠনতন্ত্রে এগুলো ছাড়া আর কোনো ধরনের  সংগঠনের কোনো আইনগত ভিত্তি নেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, কিছু নাম সর্বস্ব সংগঠনের খবর শুনি। তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই।

এগুলোর লাগাম টানার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন হানিফ।

সভাপতিমণ্ডলীর সদস্য কাজি জাফরউল্যাহ বলেন, দলের কিছু সমর্থক নাম সর্বস্ব কিছু সংগঠন গড়ে তুলে নানান অনায্য সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। দল ক্ষমতায় আসার পরই এসব সংগঠন গজিয়ে উঠেছে।

তিনি আরও বলেন, এটাও সত্যি আমাদের কোনও কোনও নেতা এসব সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে যান। সেখানে বক্তব্য দিয়ে তাদের জিইয়ে রেখে তাদের এক ধরনের বৈধতা দিয়ে আসেন। যা সত্যিই দুঃখজনক।

Share this post

scroll to top
error: Content is protected !!