ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে সহযোগিতা করতে র্যপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) আগ্রহ দেখিয়ে যে প্রস্তাব দিয়েছেলো তা অপ্রত্যাশিত ভাবে নাকচ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
উল্লেখ্য সম্প্রতি ভ্যাট আদায়ে স্থবিরতা দেখা দেয়ায় র্যাবের এই সহযোগিতা প্রস্তাবে জনমনে ব্যপক আশার সঞ্চার হয়েছিলো।
এ প্রস্তাব নাকচের ফলে প্রচলিত পদ্ধতিতেই ভ্যাট আদায় কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।
এনবিআর সূত্র জানায়, ভ্যাট আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আগ্রহ দেখিয়ে এনবিআরকে একটি প্রস্তাব পাঠিয়েছিল র্যাব। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে ‘ভ্যাট আদায়ে যুক্ত হতে চায় র্যাব’ শীর্ষক প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।
র্যাবের ওই প্রস্তাবে প্রচলিত ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধনের কথাও বলা হয়েছিল। যার ফলে এনবিআরের এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ হয়। পরে র্যাব থেকে প্রাপ্ত ভ্যাট আদায় সংক্রান্ত প্রস্তাবনাটি যথাযথভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও পর্যালোচনা করে এনবিআর।
সব শেষে আজ বোর্ড মিটিংয়ে র্যাবের প্রস্তাবটি গ্রহণযোগ্য এবং বিবেচনাযোগ্য নয় বলে সিদ্ধান্ত নেয়া হয়।