ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গতরাতে ঢাকার মিরপুরে বাবুল নামে ১ চা দোকানিকে পুড়িয়ে মারার ঘটনায় সারাদেশে তোলপাড় পড়ে গেলে ঐ ঘটনায় ৪ জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার মিরপুরের শাহ আলী থানা এলাকায় এক চা দোকানি বাবুল মাতবর পুলিশের দাবীকৃত চাঁদা না দেয়ায় ধাক্কা দিয়ে কেরোসিনের চুলার ওপর ফেলে দেয়ার পর তার গায়ে আগুন ধরে যায়। মারাত্মকভাবে পুড়ে যাওয়া বাবুল মাতবর আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চার পুলিশ সদস্যদের দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধাক্কা দিয়ে জলন্ত চুলায় ফেলে দেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা জানান, তার শরীরের নব্বইশতাংশ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় মমিনুর রহমান, নিয়াজউদ্দীন, দেবেন্দ্র নাথ এবং জসীমউদ্দীন সহ ৪ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকার মিরপুর জোনের পুলিশের ডিসি কাইয়ুমুজ্জামান।