DMCA.com Protection Status
title=""

১৯শে মার্চ ‘১৬, বিএনপির জাতীয় কাউন্সিলের সম্ভাব্য তারিখঃরিজভী

12651098_989156881174065_2108875582352272633_n

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   আগামী ১৯ মার্চ জাতীয় কাউন্সিল করবে বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, ‘আগামী ১৯ মার্চ কাউন্সিল অনুষ্ঠানের জন্য তিনটি জায়গার অনুমতি চেয়ে দরখাস্ত করা হয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য গণপূর্ত কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছিল।

তারা বলেছে, তাদের দিতে আপত্তি নেই, এটা এখন পুলিশের অনুমোদনের বিষয়।’ রিজভী জানান, পুলিশ কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জবাব পাওয়া যায়নি।

এর আগে গত ২৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্চের তৃতীয় সাপ্তাহে কাউন্সিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির সর্বশেষ পঞ্চম কাউন্সিল হয়েছিল। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও ছ্য় বছরের বেশি সময় পর দলটির ষষ্ঠ কাউন্সিল হতে যাচ্ছে। 

Share this post

error: Content is protected !!